Refund Policy?

EarnLetter আপনার সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের কোর্স ডিজিটাল পণ্য হওয়ায় রিফান্ড পলিসি কিছু শর্তসাপেক্ষে প্রযোজ্য।

১. রিফান্ড পাওয়ার যোগ্যতা

আমরা শুধুমাত্র নিম্নলিখিত ক্ষেত্রে রিফান্ড প্রদান করবো:

  • আপনি ভুলবশত দ্বিগুণ অর্থ প্রদান করেছেন।
  • কোর্স কনটেন্ট ডেলিভারি সমস্যা হয়েছে এবং সমাধান সম্ভব নয়।

২. রিফান্ড পাওয়া যাবে না যেসব ক্ষেত্রে

  • যদি আপনি কোর্স অ্যাক্সেস করে থাকেন এবং কিছু অংশ সম্পন্ন করেছেন।
  • শুধুমাত্র “আমি পছন্দ করিনি” এই কারণ দেখিয়ে রিফান্ড চাওয়া হলে।
  • কোর্স কেনার ৭ দিনের বেশি সময় পার হলে।

৩. রিফান্ড প্রসেস

  • রিফান্ডের জন্য support@earnletter.com এ ইমেইল করুন।
  • আপনার কেনার রশিদ এবং সমস্যার বিবরণ সংযুক্ত করুন।
  • রিফান্ড প্রসেস হতে ৭-১০ কার্যদিবস সময় লাগতে পারে।